সীতাকুণ্ডে আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর কাউন্সিল সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি : আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) কুমিরা কনভেনশন সেন্টারে উক্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আবুল আছাদ মুহাম্মদ জুবাইর রজবী’র সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী। কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শায়খুল হাদীস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনছারী, মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী’র সঞ্চলনায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সচিব অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী শাহ নেছারী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.সেকান্দর হোসাইন।

বক্তব্য রাখেন মাওলানা ওবাইদুল মোস্তফা, মাওলানা মুহাম্মদ লোকমান,মাওলানা আবুল হাসান ওমাইর রজভী, মাওলানা মুছা আলকাদেরী, মোবারক হোসাইন, মাওলানা আলী নেওয়াজ, মাওলানা আশরাফ হোসাইন প্রমূখ।

কাউন্সিলে সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুল আউয়াল এবং আলহাজ্ব জহুরুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আবু কায়সারকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য নতুন কমিটি গঠন করা হয়।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *