সড়ক দূর্ঘটনায় পেকুয়ায় দুই জন নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে পেকুয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় সিএনজি ড্রাইভার মোঃ তারেক (৩৭) ও পাখি বেগম (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩জন গুরুতর আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নিহত মোঃ তারেক মগনামা ইউনিয়ন ও পাখি বেগম রাজাখালীর বাসিন্দা।
রবিবার রাত ১০ টায় পেকুয়া বাজার ও সোমবার বেলা সাড়ে ৩টায় নন্দীর পাড়া স্টেশনে এ ঘটনা ঘটে।
নন্দীর পাড়ার বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী ভুট্টু জানান, নন্দীর পাড়া স্টেশনে সিএনজি আর ডাম্পার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ড্রাইভার তারেক নিহত হয়। এ ঘটনায় অজ্ঞাত আরো ৩ যাত্রী গুরুতর আহত হলে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার রাতের ঘটনায় প্রত্যক্ষদর্শী মোঃ শুক্কুর বলেন, রাত ১০টার দিকে পেকুয়া বাজারস্থ জেনারেল হাসপাতালের সামনে সিএনজি গাড়ির ধাক্কায় পাখি বেগম আহত হয়। চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পথিমধ্যে মারা যায়।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার মুঠোফোন রিসিভ না করলে ডিউটি কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কয়জন মারা গেছে সেই তথ্য আসে নাই। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আর বাজারের ঘটনায় এ মহিলা মারা গেছে।
২৪ঘণ্টা/এন এম রানা/ইসলাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *