স্বাস্থ্যবিধি মেনেই রাউজানের ২৩২টি পুজা মণ্ডপের প্রতিমা বিসর্জন দেন পূজারী ও ভক্তরা

রাউজান প্রতিনিধি : ২৬ অক্টোবর সোমবার রাউজানের ২৩২টি পুজা মণ্ডপে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে স্ব স্ব এলাকায় স্বাস্থ্যবিধি মেনেই প্রতিমা বিসর্জন দেন পূজারী ও ভক্তরা।
তবে করোনা ভাইরাসের কারণে এবার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। ২৬ অক্টোবর সোমবার রাউজান পৌর এলাকার অপরাজিতা সেবাশ্রমে ঢেউয়াপাড়া উদযাচল সংসদ দুর্গা পূজার বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিজয়া সম্মিলনীতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।
সাংবাদিক প্রদীপ শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন পৌরসভার মেয়র পদ প্রার্থী আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন পারভেজ।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সুমন দে, অশোক পালিত, টিপু দে, উদযাচল সংসদের সভাপতি ধীলন মুহুরী, তপন দে, সাধারণ সম্পাদক দিপলু দে দিপু, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, উজ্জ্বল চক্রবর্তী, যুবলীগ নেতা আবু ছালেক, ফরহাদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমূখ।
দক্ষিন রাউজানের কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে প্রতিমা বিসর্জন অনুষ্টানে দক্ষিণ রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্ত্তী, রুবেল বৈদ্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেন পূজারী ও ভক্তরা। সোমবার মহাদশমীতে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গার বিদায়ে রাউজানের ২৩২টি মণ্ডপে সকাল থেকেই বিদায়ের সুর পরিলক্ষিত হয়।
হিন্দু পঞ্জিকা মতে, চলতি বছর দেবী দুর্গা দোলায় চড়ে মর্ত্যে আসেন । আর কৈলাসে ফিরে যাচ্ছেন গজে (হাতি) চেপে।
২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *