সিলেট ব্যুারো: সিলেটে অভিনব প্রতারণায় মেতে উঠেছে একটি চক্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার চিঠি দিয়ে করা হচ্ছে হয়রানি। এমন একটি উড়ো চিঠি পেয়ে বিব্রতকর অবস্থায় পড়েন সিলেট সদর উপজেলা খাদিম নগর ইউনিয়নের ধুপাগুল ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো.মোক্তার হোসেন।
হয়রানির শিকার হচ্ছেন চিঠি পাওয়া ব্যক্তিরাও। মুক্তার হোসেন জানান, গত ৭ অক্টোবর বিকেল ৪টায় তার কাছে প্রতিবেশী মো. শফিক মিয়া ডাকযোগে প্রাপ্ত একখানা চিঠি নিয়ে ২৫০০টাকা অনুদান চান। চিঠিতে লেখা-“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা” এর প্রধানমন্ত্রী মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আপনার আবেদন মঞ্জুর”।
মোক্তার হোসেন চিঠি পড়ে দেখেন, সেখানে উল্লেখ রয়েছে “দলীয়ভাবে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ৩নং খাদিমনগর ইউনিয়নের প্রতি ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১৫০ জনকে দলীয়ভাবে ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে ৩,৭৫,০০০/- (তিন লক্ষ পঁচাত্তর হাজার) টাকা পাঠানো হয়েছে। আপনি ০৩নং খাদিমনগর ইউনিয়নের ০৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক হানিফ আলী সাহেবের কাছ থেকে ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা গ্রহণ করার জন্য অনুরোধ করা যাইতেছে।” মোক্তার হোসেন বিষয়টি বুঝতে না পেরে মো. শফিক।
২৪ঘণ্টা/এন এম রানা/বাপ্পা মৈত্র
Leave a Reply