রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ছেলের সাথে মোটরসাইকেলে ফেরার পথে চলন্ত গাড়ী থেকে পড়ে গিয়ে খুরশিদা বেগম (৪৭) নামের এক মহিলা নিহত হয়েছে।
মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে উত্তর রাউজানের মাওলানা দোস্ত মোহাম্মদ সড়কের লাঠিছড়ি এলাকায়।
নিহত খুরশিদা বেগম উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফজুপাড়া গ্রামের আলী আকবরের স্ত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে বেলালের মোটর বাইকে করে উপজেলার পশ্চিম ডাবুয়া এলাকায় মেয়ের শাশুর বাড়ী যাচ্ছিলেন খুরশিদা বেগম। পথিমধ্যে লাঠিছড়ি এলাকায় মাথা চক্কর দিয়ে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় মারাত্নকভাবে আঘাতপ্রাপ্ত হন তিনি। ঘটনাস্থল থেকে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গহিরাস্থ জে কে মেমোরিয়াল হাসপাতালে পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।
২৪ ঘণ্টা/রিহাম/নেজাম
Leave a Reply