চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের কোন মানুষ আজ নিরাপদ নয়। বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মী, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, পেশাজীবী এবং সশস্ত্র বাহিনীর লোকজনও আজ নিরাপদ নয়। সর্বশেষ গতকাল লেফটেন্যান্ট ওয়াসিমকে যেভাবে সরকার দলীয় নেতারা পিটিয়েছে সেটা নজিরবিহীন। গত ১০ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লক্ষ মামলায় ৩৫ লক্ষ আসামি করা হয়েছে। সারাদেশে অসংখ্য নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছে। এই সরকার আমলে বিএনপিসহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
তিনি আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে ১৪ নং লালখান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আজ দেশের মানুষের কথা বলার স্বাধীনতা নেই।সরকারের সমালোচনা করলেই একের পর এক মিথ্যা মামলার শিকার হতে হয়। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে গণতন্ত্র ফিরে আসবে। ভোটারাধিকার প্রতিষ্ঠা হবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানুষের অধিকারকে ধ্বংস করেছে। এদেশে একটা মানুষের যে নূন্যতম বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। যে আইন শৃংখলা বাহিনী আওয়ামীগকে ক্ষমতা বসিয়ে রেখেছে আজকের বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীরা তাদের দাঁত ভেঙ্গে দিচ্ছে। দেশ আজ সন্ত্রাস ও ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা এবং নিজেদের রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সবাইকে সরকারের দুর্নীতি দুঃশাসন বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
১৪ নং লালখান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম মজুমদার এর সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ এর সঞ্চালনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, চাকসু ভিপি মোঃ নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম-সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাউন্সিলর প্রার্থী আবদুল হালিম শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন, কান্সিলর প্রার্থী জাহাঙ্গির আলম দুলাল, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আলম মঞ্জু, মো. কামরুল ইসলাম, নগর মহিলা দলের সভানেত্রী সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি, আরো বক্তব্য রাখেন নগর বিএনপি সহ- সম্পাদক সম্পাদক ইদ্রিস আলী, আব্দুল হালিম স্বপন, ইউসুফ জামাল, নগর মহিলা দল নেত্রী মারিয়া সেলিম, নাসরিন বাপ্পি , গুলজার বেগম সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply