কোন নাগরিক যাতে খাদ্যবিহীন না থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার:রেজাউল

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হত দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে আজ ২৭ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে খাদ্য সামগ্রী শুলকবহর ওয়ার্ডে বিতরণ করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়াদী, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শাহজাহান সুফি, শেখ মাকসুদুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. মাহবুবল আলম, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের রক্ত বিভাগীয় উপ প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরীসহ যুব স্বেচ্ছাসেবকরা।

নগরীর শুলকবহর ওয়ার্ডের প্রতিবন্ধী, হত দরিদ্র ২০০ জনকে চাউল, ডাল, চিনি, সুজি, লবণ উপকরণ সমূহ বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মো. রেজাউল করিম চৌধুরী বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় প্রতিনিয়ত কাজ করে থাকে। করোনা ভাইরাস পরিস্থিতিতেও মাঠে থেকে স্বেচ্ছাসেবকরা মানুষকে সেবা দিয়ে গেছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিবন্ধী, হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আসলে প্রশংসনীয়।

তিনি আরো বলেন, দেশের কোন নাগরিক যাতে খাদ্য বিহীন না থাকে সে লক্ষ্যে কাজ করছে আমাদের সরকার।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *