হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দীপাবলি উপলক্ষ্যে আতশবাজির আগুনে ভারতজুড়ে ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
দিল্লির ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছে, রবিবার গোটা ভারতে আতশবাজির কারণে ৭ নিহতের কথা জানা গেলে শত শত মানুষ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দীপাবলির আতশবাজিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। রোববার একদিনে শুধু দিল্লিতে তিন শতাধিক স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আর সবগুলো ঘটনাতেই দিল্লির ফায়ার সার্ভিস কর্মীরা (ডিএফএস) দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ বলছে, দিওয়ালি উপলক্ষ্যে আতশবাজির ঘটনায় ছত্তিশগড় রাজ্যের কোন্ডাগাঁও জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। উড়িষ্যার ভুবেনশ্বর জেলায় একজন দগ্ধ হয়ে মারা গেছেন। সরকারি এক কর্মকর্তা আতশবাজির আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন। দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকার কালীপুজোয় আতশবাজি পোড়ানোর সময় হঠাৎ একটি তুবড়ি ফেটে গেলে আদি দাস নামে ৫ বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।
মহরাষ্ট্রের সাংলি শহরে আতশবাজি থেকে সৃষ্ট আগুনে বেশ কিছু দোকান পুড়ে গেছে। আগুন ধরেছে অনেক ভবনে। গোটা দেশেই আতশবাজির ঘটনায় রাস্তার পাশে থাকা বিভিন্ন মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতের দমকল বাহিনী হাজার হাজার অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবিলা করেছে। এসব অগ্নিকান্ডের ঘটনায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এনডিটিভি আরও জানায়, রাজস্থানের রাজধানী জয়পুরের এক হাসপাতালেই আতশবাজিতে দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন ৪৯৮ জন। যার মধ্যে ১০৮ জনের অবস্থা গুরুতর। এদের অনেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। রোববার চেন্নাইয়ের এক সরকারি হাসপাতালেও ভর্তি হয়েছেন ৩১ অগ্নিদগ্ধ।
ওই হাসাপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এরা সবাই আতশবাজির ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের আঙ্গুল মারাত্মকভাবে পুড়ে গেছে আর তাদের বেশিরভাগই তরুণ।
Leave a Reply