বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে আবদুল আলম নামের এক কৃষক।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জঙ্গল আমুচিয়ার বড়খীল এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত প্রবাসী আবদুল আলম উপজেলার উত্তর কড়লডেঙ্গার ছদর আলী চৌকিদার বাড়ীর মৃত হাকি মিয়ার ছেলে। তিনি ৪ কন্যার সন্তানের জনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান আবদুল আলম গত ৫ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন এবং ব্রুনাইয়ের যাওয়ার জন্য ভিসা আসায় আগামী মাসে আবারো বিদেশ যাওয়ার কথা ছিলো।
আজ বুধবার ভোরে নিজের জমি দেখতে গিয়ে হাতির পালের কবলে পড়ে যান। হাতির পদদলিত হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
তথ্যটি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন জানান হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৪ ঘন্টা/পুজন সেন/রাজীব..
Leave a Reply