২৪ঘণ্টা নিউজ ডেস্ক: আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ বৃহত্তর ফটিকছড়ির উদ্যোগে র্যালীর মাধ্যামে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের মহাসচিব পীরে তরীকত হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী (মঃজিঃয়াঃ) সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মুফতি ইব্রাহীম আল কাদেরী, ছিফাতলী গাউছিয়া মঈনীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাচ্ছির আল্লামা শফিউল আজম নেজামী, রহিমিয়া হাশেমীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুদাচ্ছির হাশেমী (মঃজিঃয়াঃ) তেলপারই সৈয়দ বাড়ী দরবার শরীফের শাহজাদা সৈয়দ সাইফুদৌল্লাহ।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার সভাপতি আল্লামা ওসমান গণি জালালী, আজিজিয়া হাশেমীয়া নূরীয়া মাদ্রাসার সুপার মাওলানা মহিউদ্দীন আল কাদেরী সহ দেশবরেণ্য বহু ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। জশনে জুলুস আজাদী বাজার থেকে রওনা হয়ে নানুপুর শাহনগর বিবিরহাট নাজিরহাট মাইজভান্ডার দরবার শরীফে এসে শেষ হয়।
পথিমধ্যে বিবিরহাট বাস স্টেশন মুক্তিযুদ্ধ মঞ্চের সামনে ও নাজিরহাট ঝংকার মোড়ে পথসভা ও মোনাজাত করা হয়। জুলুসটি মাইজভান্ডার দরবার শরীফে এসে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
২৪ঘণ্টা/এন এম রানা
Leave a Reply