লাইসেন্স নবায়ন না করায় সীতাকুণ্ডের দুই প্রতিষ্ঠানকে পরিবেশের জরিমানা

সীতাকুন্ড প্রতিনিধি:সীতাকুণ্ড প্রতিনিধি পরিবেশের শর্ত ভঙ্গ করার অপরাধে সীতাকুণ্ডের দুইটি প্রতিষ্ঠানকে তিরিশ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়। আজ বুধবার (২৮ শে অক্টোবর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে নবায়ন না করায় মাস্টার কাসেম এর মালিকানাধীন মাদার ষ্টিলকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে এপিএম কর্পোরেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, উক্ত দুই প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এবং তারা পরিবেশের লাইন্সেস নবায়ন করেনি। এই অপরাধে উক্ত দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে দুই প্রতিষ্ঠানকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ঘণ্টা/এন এম রানা/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *