ডেস্ক নিউজ : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রহস্যজনকভাবে মারা গেছে সুলতানা আক্তার (২০) নামে এক গৃহবধূ।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ব্রহ্মোত্তর দক্ষিণ পাড়া গ্রামে মৃত্যুর ঘটনাটি ঘটে।
শ্বশুর বাড়ির লোকজনের দাবি, মেয়েটি সবার অজান্তে নিজ কক্ষে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। তবে মৃতের পরিবারের দাবি-যৌতুকের দাবিতে মেয়েটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
অন্যদিকে ময়নাতদন্তের পর রিপোর্ট এলেই হত্যা না আত্মহত্যা সেই রহস্যের উম্মোচন হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মৃত সুলতানা আক্তার উপজেলার পোমরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাইনী পাড়া গ্রামের আবুল কদরের মেয়ে এবং ব্রহ্মোত্তর গ্রামের সিএনজি অটোরিকশা চালক আকতার হোসেনের স্ত্রী।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কি বলেন, খবর পেয়ে থানার একটি টিম সেখানে পৌছালে ঘটনাস্থল কক্ষের দরজাটি ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। ফলে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে হত্যা না আত্মহত্যা সেই বিষয়ে জানা যাবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply