ফটিকছড়ি প্রতিনিধি: ইসলামকে নিয়ে বিশ্বে বড় ষড়যন্ত্র হচ্ছে। ফ্রান্সে রাসুল (দ.) কে ব্যঙ্গ চিত্র করেছে। এটা ইসলামকে অবমাননা করা। সুন্নী মুসলমান এটা কোনদিন মানবেনা। আমাদের নবী আমাদের ঈমান।
আল্লাহ ও রাসুল (দ.) শানে বেয়াদবীকারীদের বিরুদ্ধে বিশ্ব ব্যাপী আন্দোলন শুরু হবে বলে মন্তব্য করেছেন সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন
পীরে তরিকত আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা (মজিআ)। তিনি বৃহস্পতিবার সকালে গাউছিয়া সমিতি বাংলাদেশের আয়োজনে বিশাল জসনে জুলুস ঈদে মিলাদুন্নাবী(দ) এ সভাপতিত্বে করছিলেন। সকাল সাড়ে ৮টায় জাফত নগরস্থ তেলপারই সৈয়দ বাড়ি দরবার শরীফের পীর আল্লামা অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (র)র মাজার শরীফ জেয়ারতের মাধ্যমে জুলুসের সূচনা হয়।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ) র রওজা মোবারকের প্রতিকৃতি এবং বিভিন্ন কলেমা সম্ভলিত ব্যানার, ফেস্টুন হাতে আগত হাজার- হাজার আশেকে রাসুল (দ), সুন্নী জনতা শ্লোগানে-শ্লোগানে পদ যাত্রা, মোটর শোভাযাত্রা নিয়ে জাফত নগরস্থ মোহাম্মদ তকিরহাটে এক পথ সভায় মিলিত হয়। সেখানে ইউনিয়ন জাফতনগর পরিষদ, গাউছিয়া কমিটি এবং তকির হাটের ব্যবসায়ী নেতৃবৃন্দরা জুলুসকে স্বাগত জানান।
সেখান থেকে জাহানপুর হয়ে পাঁচ কিলোমিটার দূরে ধর্মপুর আজাদী বাজার চত্বরে আরেকটি পথ সভায় মিলিত হয়। সেখানে ধর্মপুর ইউনিয়ন পরিষদ, আজাদী বাজার ঈদে মিলাদুন্নবী (দ) উদযাপন কমিটি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ জুলুসের মিছিলকে স্বাগত জানায়। পথসভা শেষে সৈয়দ বাড়ি বাগে হুদা খানকায়ে কাদেরিয়া নক্সবন্দিয়া সৈয়দিয়া প্রাঙ্গণে এসে মূল জমায়েত অনুষ্ঠিত হয়।
সেখানে হযরত মুহাম্মদ (দ) র জীবন-কর্ম, বেলায়ত, শান মান নিয়ে প্রধান অথিতির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা আবদুল মান্নান।
বিশেষ অথিতি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী, শাহজাদা সৈয়দ তাওসীফুল হুদা, নানুপুর মহিলা মাদ্রাসার প্রতিষ্টাতা মাওলানা হোসেন আহমদ ফারুকী, মাওলানা আবদুস শুক্কুর আনসারী, মাওলানা জসিম আল কাদেরী, জাফতনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল হালিম, ধর্মপুর ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম, আজাদী বাজার ঈদে মিলাদুন্নবী (দ) উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব আবু আহমদ সওদাগর, মোহাম্মদ তকিরহাট ব্যবসায়ী সমিতির নেতা আবু সওদাগর।
গাউছিয়া সমিতির নেতা মাওলানা আলী শাহর সঞ্চালিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, গাউছিয়া কমিটির নেতা মাওলানা মঈনুদ্দিন কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রেজভী, মাওলানা জসিম উদ্দিন আবেদী, মাওলানা নঈমুল হক নঈমী, মো. ইউছুপ চৌধুরী, মঈনুল আলম, অধ্যাপক মাসুদ, কাতার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব জিয়া উদ্দিন জিয়া, আলমগীর প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা এম এ মন্নান বলেন, বিশ্ব মুক্তির দ্রুত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ) এর শুভাগমনে সারাবিশ্ব যখন জুলুসে জুলুসে ছালাতুস সালাম দিচ্ছেন। তখন ফ্রান্সে রাসুল (দ) ব্যঙ্গ চিত্র করেছে। সারা বিশ্বে প্রতিবাদের ঝঁড় উঠেছে। আমরাও প্রতিবাদ জানাচ্ছি। রাসুল (দ)র শান মান রক্ষায় কারো সাথে কোন আপোস নাই।
২৪ঘণ্টা/এন এম রানা
Leave a Reply