ডেস্ক নিউজ : যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে বায়তুস সালাত জামে মসজিদ পরিচালনা কমিটি।
প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে ইহলোক ত্যাগ করেন তিনি।
মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস হিজরি সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুস সালাত জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্দ্যোগে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী সোলতান আহম্মদ তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন মোতোয়াল্লী আবদুল্লাহ, মাষ্টার এমদাদ, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, মো. বদিউল আলম, মো. গিয়াসউদ্দিন, মো. এজাহার মিয়া, মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম।
ঈদে মিলাদুন্নবীর উপর তকরীর পেশ করেন পুর্বগোমদন্ডী আহমদীয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলানা মোহাম্মদ ইছাক।
২৪ ঘণ্টা/রানা
Leave a Reply