ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজে মানবিক বিপর্যয় তৈরি হচ্ছে, মানবিক মানুষ তৈরি করার জন্য সরকার সারাদেশে মডেল মসজিদ নির্মাণ করছে, মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মাণ করতে হলে ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।
নগরীর বহদ্দারহাট খাজা রোডস্থ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও লেখক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এ মন্তব্য করেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলত এর সভাপতিত্বে হাফেজ মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সবক দান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আল আজহারী।
সবক দান করেন বোয়ালখালী দারুল আনসার ইনস্টিটিউটের হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চট্টগ্রাম জোন অফিস মসজিদের ইমাম মাওলানা মুহিব্বুল্লাহ, খাজা রোড গাউসুল আজম জামে মসজিদের ইমাম মাওলানা দিদারুল আলম ও নূর হোসাইন।
বক্তব্য রাখেন হাফেজ কারী বোরহান উদ্দিন, মাওলানা ফৌজুল আজিম, মাওলানা জসীম উদ্দীন, হাফেজ ক্বারী মোঃ রাশেদুল ইসলাম, হাফেজ ক্বারী মুহাম্মদ নেজামুদ্দিন।জমিদার নূরুল হুদা ,হাফেজ কারী আলতাফ, মাওলানা ক্বারী রায়হান, হাফেজ ক্বারী এহসান উল্লাহ, মোঃ মিনহাজ,আনসার প্রমুখ।
Leave a Reply