লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবীর হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে লোহাগাড়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং উলামা-মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর (শুক্রবার) জুমার নামাজের পর এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী চৌধুরী প্লাজার সামনে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সাতকানিয়া-লোহাগাড়া শাখার সভাপতি আব্দুল মুমিন।
সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নেতা মৌলানা আমির আহমদ, মাওলানা শোয়েব চৌধুরী, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আবুল হাসান আশরাফী, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা জুনাইদুল ওয়াহেদ, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা অধ্যাপক নজরুল ইসলাম ও মাওলানা ইয়াহিয়া প্রমুখ।
এ প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে প্রায় কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার জোর দাবি জানান। পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
২৪ ঘণ্টা/রিহাম/আজাদ
Leave a Reply