২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ০৬ হাজার ৩৬৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৯০৫ জন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৪১টি নমুনা পরীক্ষায় এক হাজার ৬০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার লাখ ৬ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ২৪ হাজার ৭৩০টি।
নতুন যারা মারা গেছেন তাদের ১১ জনই ষাটোর্ধ্ব। এছাড়া পঞ্চাশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব একজন।
এদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী সাতজন।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহী একজন ও খুলনায় দুইজন ও বরিশালে একজন রয়েছেন। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে কোনো মৃত্যু নেই।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৫৪১ জন (৭৬.৯১ শতাংশ) এবং নারী এক হাজার ৩৬৪ জন (২৩.০৯ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪২২ জন। মোট সুস্থতার পরিমাণ তিন লাখ ২২ হাজার ৭০৩ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রাদুর্ভাব ঘটে কোভিড-১৯ মহামারির। এরপর এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply