চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের(সিডিএ) সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের মা মাবিয়া খাতুন (৯০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল তিনটার দিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।
রাত ৯টায় নগরের মধ্যম মোহরার বায়তুল ইকরাম মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে ২১ অক্টোবর সৈয়দা মাবিয়া খাতুনসহ পরিবারের ১৮ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে সৈয়দা মাবিয়া খাতুনসহ পাঁচজনকে ইম্পেরিয়াল হসপিটালে ভর্তি করানো হয়েছিল।
হাসপাতালে চিকিৎসারত মাবিয়া খাতুনের অবস্থার অবনতি হওয়ায় ২৮ অক্টোবর আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাকে।
এর মধ্যে ১৭ জনের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তবে মাবিয়া খাতুনের করোনা পজিটিভ আসে।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply