একদিনের শিশুকে ৬ মাস আগে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ

বয়স মাত্র একদিন। এতটুকু নবজাতকের চিকিৎসায় শরীরে পুশ করা হয়েছে ছয় মাস আগে মেয়াদোত্তীর্ণ হওয়া স্যালাইন।

সেই স্যালাইন অর্ধেকের মতো শরীরে ঢোকার পর বিষয়টি নজরে পড়ে নবজাতকের মা রুবাইয়াত শারমিনের।

শুক্রবার রাত ৯টায় ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশের বেসরকারি হাসপাতাল সিএসটিসিতে।

শিশুর মামা জুবায়েদ ইবনে খলিল জানান, চিকিৎসায় অবহেলার এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি অভিযোগ করেছেন বাচ্চার বাবা তানভীর নেওয়াজ।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে সিএসটিসি হাসপাতালে আমার বোন রুবাইয়াত শারমিন একটি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর থেকে নবজাতকের শরীর দুর্বল বলে জানান চিকিৎসক। সবশেষ বৃহস্পতিবার রাত ৯টায় বাচ্চার শরীরে একটি স্যালাইন লাগিয়ে দিয়ে যান নার্স। ২৪ ঘণ্টা পর আমার বোন খেয়াল করে যে তার বাচ্চার শরীরে যে স্যালাইনটি যাচ্ছে তার মেয়াদ শেষ হয়েছে গত এপ্রিলে। বিষয়টি সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।

ঘটনাটি জানার পর ছুটে আসেন হাসপাতাল ভবনটির মালিক নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। নার্সের ভুলের কথা স্বীকার করে তিনি বলেন, বিষয়টি জানার পরই হাসপাতালে এসেছি এবং শিশুর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার সত্যতা পেয়েছি।

এরপর তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।
তিনি বলেন, একজন ডাক্তার চিকিৎসা দেন। ওষুধপত্র নির্দেশনা অনুযায়ী রোগীকে দেওয়ার দায়িত্ব নার্সের।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *