‘মুছলেখায় ছাড়া’ অতঃপর দোকান সীলগালা করার প্রতিবাদে মানববন্ধন

কর্ণফুলীতে ‘ইভা মেডিসিন কর্নার’ নামক ফার্মেসী সিলগালা করে দেওয়ার প্রতিবাদে শাহ সুফি আজিজনগর ব্যবসায়ি কল্যাণ সমিতির ব্যবসায়িরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

৩১ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় ব্যবসায়ীরা চরলক্ষ্যার খুইদ্দ্যারটেক বাজারে ও কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বিভিন্ন দোকান-প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানবন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত ২৯ অক্টোবর বিকেলে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের শাহসূফী আজিজনগরের খুইদ্দ্যারটেক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে ‘ইভা মেডিসিন কর্নার’ নামক একটি ফার্মেসী সিলগালা করা হয়। অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন মানববন্ধনকারীরা। ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে দোকানটি সিলগালা হয় বলে মানবন্ধনে ব্যবসায়িরা ইউএনও’র কাছে আবেদন করেন, অভিযোগের সত্যমিথ্যা যাচাই করার। কেনোনা দোকান সিলগালা করায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

অপরদিকে, উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইভা মেডিসিন কর্নারে জমির জাল দলিল তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে ভুক্তভোগিদের এমন লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। পরে ঐ প্রতিষ্ঠান থেকে বেশকিছু জমির দলিল সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়। এবং প্রতিষ্ঠানটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্বে ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।

একই সময়ে প্রশাসন সূত্র জানান, ঘটনার পরপরেই চরলক্ষ্যার ইভা মেডিসিন কর্নার এর মালিক ইকবাল খোরশেদ ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না বলে অঙ্গীকার নামা (মুছলেখা) দিয়ে দোকান খুলেন। পরবর্তীতে ঘটনার ২ দিন পর কেনো মানবন্ধন করল বিষয়টি তাদের জানা নেই।’

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *