নিজস্ব প্রতিনিধি : নিখোঁজের ৪দিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার হয়েছে ‘আজকের সূর্যোদয়’ পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার এবং সিটিনিউজ বিডি.কমের নির্বাহী সম্পাদক গোলাম সারোয়ার।
আজ রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলার কুমিরা হাজীপাড়া ব্রীজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
আমাদের ২৪ ঘণ্টা ডট নিউজের প্রতিনিধি কামরুল ইসলাম দুলু তথ্যটি নিশ্চিত করেছেন।
দুলু বলেন, সাংবাদিক সরওয়ারকে একটি এ্যাম্বুলেন্স থেকে ফেলে যাওয়া হয়। সেখানকার একটি ডেকারেশন দোকানের কর্মচারী বাবু প্রশ্রাব করতে গিয়ে এক ব্যাক্তির কাঁদো অবস্থায় গলার আওয়াজ শুনে আরো কয়েকজনকে ডেকে তাকে উদ্ধার করে দোকানে নিয়ে আসে। তখন সাংবাদিক সরওয়ারের জ্ঞান আসা-যাওয়া করছিল, তিনি সাংবাদিক পরিচয় দিয়ে আজকের সূর্যদয়ের জোবায়ের চৌধুরীকে খবর দিতে বলেন। একপর্যায়ে আমাকেও খবর দিতে বলেন। তখন আমি ঘটনাস্থলে গিয়ে দেখি একটি ছেড়া সিঙ্গেল গেঞ্জি এবং জাঙ্গিয়া ছাড়া পরনে কোন কাপড় ছিল না তার। সাংবাদিক জোবায়ের আহত এবং খুব ভীত অবস্থায় ছিলেন। তিনে বারবার আমি আর নিউজ করব না,আমাকে ছেড়ে দেন বলে জ্ঞান হারাচ্ছিলেন।
তিনি বলেন, নিখোঁজ সাংবাদিক উদ্ধারের খবর পেয়ে নগরীর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিনসহ পুলিশ কর্মকর্তারা সাংবাদিক জোবায়ের চৌধুরীসহ ঘটনাস্থলে এসে তাকে নিয়ে চমেক হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে নগরের ব্যাটারি গলির বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে সাংবাদিক গোলাম সারওয়ার নিখোঁজ হয়েছিলেন।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply