দেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল আ’লীগ গুম, খুন, ধর্ষণ, অপরহণ আর লুটপাটে ব্যস্ত:টুকু

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীন করেছিল প্রিয় স্বদেশ। আজ শাসক গোষ্ঠী জিয়াউর রহমানের নাম আসলেই গাত্রদাহ শুরু হয়।

করোনা ভাইরাস মহামারীতেও আওয়ামী নেতাকর্মীদের চাল চুরি তেল চুরী মহোৎসব বন্ধ হয়নি। সিন্ধুক ভর্তি হাজার হাজার কোটি টাকা এ হলো আওয়ামী দু:শাসনের নমুনা। দেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল আওয়ীমীলীগ গুম, খুন, ধর্ষণ, অপরহণ আর লুটপাটে ব্যস্ত। চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ারও আজ অপহরণের শিকার, গত চার দিনেও প্রশাসন তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। সাংবাদিকের কলমও আজ নিয়ন্ত্রিত গণতন্ত্রের ন্যায় নিয়ন্ত্রিত হচ্ছে আওয়ামী প্রশাসন ধারা।

তিনি এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক রাজনৈতিক চর্চার ভূয়সী প্রশংসা করেন।

তিনি আজ রবিবার (১ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি একরামুল করিম বলেন যুব ঐক্য প্রগতির মূল মন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের চার দশক পূর্ণ হলো। চট্টগ্রাম মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা আহ্ববায়ক হিসেবে আমাকে সম্মানিত করার জন্য চট্টগ্রাম মহানগর যুবদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি এসময় নগর যুবদল নেতৃবৃন্দকে ব্যক্তি কেন্দ্রীক রাজনীতি বাদ দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করার আহ্ববান জানান।

সাথী উদয় কুসুম বড়ুয়া বলেন আজকের যুব সমাজকেই হারানো গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে দেশের মানুষের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, লাল সবুজ পতাকার জন্য আবারো ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক আহবায়ক সৈয়দ আজম উদ্দীন বলেন যুবদলের সাবেক আহবায়ক হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আজকের এই নব জাগরণ আমাদের আশার আলো দেখাচ্ছে। সাংগঠনিক রাজনৈতিক চর্চার এই ধারা অব্যাহত রাখার জন্য নগর যুবদলের নেতৃবৃন্দকে আহবান জানান। আগামীর যে কোন আন্দোলন কর্মসূচীতে যুবদল রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিবেন এই আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উত্তর জেলার সাধারণ সম্পাদক মুরাদ চৌধূরী, রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাব উদ্দীন হাসান বাবু, মোহাম্মদ মুছা, মিয়া মোহাম্মদ হারুন, নাসির উদ্দীন চৌধুরী নাছিম, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হাবীবুর রহমান মাছুম, মোঃ হুমায়ুন কবীর, ইকবাল পারভেজ, রাশেদুল হাছান লেবু, এরশাদ হোসেন, তাজুল ইসলাম তাজু, আব্দুল হামিদ পিন্টু, তৌহিদুল ইসলাম রাসেল, জিয়াউল হুদা জিয়া, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খাঁন, ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ সাধারন সম্পাদক আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গনি শিকদার, শাহজালাল পলাশ, মুজিবুর রহমান রাসেল, জমির উদ্দীন আহমেদ মানিক, জাফর আহমেদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, জসিম উদ্দীন সাগর, মোহাম্মদ আলাউদ্দীন, মহিউদ্দীন মুকুল, এস.এম. বখতেয়ার উদ্দীন, ইফতেখার শাহরিয়ার আজম, মোহাম্মদ ইকবাল, ওমর ইমতিয়াজ টিটু, আছাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক বৃন্দ আতিকুর রহমান মাহবুবুর রহমান, মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, সাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, মিজানুর রহমান বাবুল, মোঃ হাছান, গিয়াস উদ্দীন টুনু, হামিদুল হক, মাস্টার ফজলু, মেজবাহ উদ্দীন মিন্টু, জাহাঙ্গীর আলম বাবু, জাহাঙ্গীর আলম মানিক, সালাউদ্দীন, মোহাম্মদ ইদ্রিছ, আনোয়ার হোসেন, আশরাফ উদ্দীন, হোছেন জামান, সাইফুদ্দীন যুবরাজ, ইব্রাহীম খান দেলোয়ার হোসেন, মিফতা উদ্দীন শিকদার টিটু, মিজানুর রহমান দুলাল, ফারুক হোসেন স্বপন, জাফর সাদেক সোহেল, আরিফ হোসেন, ইমরান ভুঁইয়া, নগর যুবদলের সদস্য লতিফুল বারি সুমন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল করিম, সাখাওয়াৎ কবীর সুমন, হাবীবুল্লাহ, সাব্বীর ইসলাম ফারুক, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, শওকত খান রাজু, মোর্শেদ কামাল, ইউনুছ মুন্না, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক এস.এম. শাহবাজ, আবু বক্কর বাবু, আকতার হোসেন, আনোয়ার হোসেন, জাবেদ হোসেন, জহিরুল ইসলাম, মোহাম্মদ ইউনুছ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *