বোয়ালখালীতে কাজের মেয়েকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গেফতার হয়েছেন হাজী ফজল করিম নামের ৬৫ বছরের এক বৃদ্ধ।

তাকে আজ রবিবার (১নভেম্বর) আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত হাজী ফজল করিম উপজেলার পশ্চিম গোমদণ্ডী ৭নং ওয়ার্ডের চরখিজিরপুর সাতঘরিয়া পাড়ার মৃত হাজী কালা মিয়ার ছেলে।

মামলার এজাহারে জানা গেছে, গত ৩০ অক্টোবর সকাল ১০টার দিকে হাজী ফজল করিম তবারক নেওয়ার জন্য কাজের মেয়েকে ঘরে ডাকেন। ওই সময় রান্না ঘরে তবারক নিতে গেলে সে তবারক না দিয়ে শাড়ী ধরে টেনে হেঁচড়া করে জড়িয়ে ধরে মাটি শুয়ে ফেলে এবং দরজা বন্ধ করে দেয়। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষণের শিকার কাজের মেয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করলে পুলিশ হাজী ফজল করিমকে গ্রেফতার করে এবং তাকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

২৪ ঘণ্টা/রিহাম/পূজন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *