চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির অর্ন্তবর্তী কালীণ কমিটি স্থগিত হাইকোর্টের রুলজারি

২৪ঘণ্টা নিউজ ডেস্ক: জেলা সমবায় কার্যালয় কর্তৃক চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিলি. এর জন্য গঠিত অর্ন্তবর্তী কালীন কমিটির কার্যক্রম স্থগিত করেছে হাইকোট।

একই সাথে আদালত রুল জারি করেছে। বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমানমিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীম এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চআজ রোববার এই আদেশ দেন। মহামান্য হাইকোর্টে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবি এডভোকেট সুব্রত চৌধুরী। তাকে সহায়তা করেন ব্যারিষ্টার মমিনুল ইসলাম চৌধুরী সহ বিপুল সংখ্যক আইনজীবি।

সমবায় আইন ২০০১’র ১৮(৫) ধারা উদ্ধৃতি দিয়ে জেলা সমবায় কার্যালয় গত ০১ অক্টোবর ১৪৪৪/৩(৩) স্মরক বলে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বর্তমান ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিয়ে ডবলমুরিং থানা সমবায় কর্মকর্তা সুমিত কুমার দত্তের নেতৃত্বে তিন সদস্যের একটি অর্ন্তবর্তী কালীন কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত অর্ন্তবর্তী কালীন কমিটির কার্যক্রম স্থগিতকরে দেয় এবং রুল জারি করে। জেলা সমবায় কার্যালয় কর্তৃক গঠিত অর্ন্তবর্তী কালীন কমিটির কার্যক্রম স্থগিত করায় চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বর্তমান কমিটি পূর্ণ বহাল হলো।

২৪ঘণ্টা/এন এম রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *