চট্টগ্রাম বন্দরের এক একর জায়গা উদ্ধার

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা এক একর ভূমি উদ্ধার করেছে বন্দর কর্তৃপক্ষ। এসময় উক্ত জায়গা হতে অবৈধভাবে নির্মিত ও বসবাসকারী ১৫০টি স্থাপনা ভেঙ্গে দিয়েছে বন্দরের অথরাইজড অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২ নভেবম্বর) সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযান বন্দরের নিউমুরিংয়ের তক্তারপুল এলাকার এম পি বি গেইট থেকে শুরু হয়ে নেভি গেইট পর্যন্ত চলে।

চট্টগ্রাম বন্দরের এসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বন্দরের পরিত্যাক্ত বিশাল জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা তুলে ভোগদখল করে রেখেছিল বিভিন্ন মানুষ। আজ অভিযান চালিয়ে তা দখলমুক্ত করা হয়েছে। অভিযানে বন্দরের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী সহ ২০ জন শ্রমিক ও ১১ জন আনসার অংশ নিয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *