কামরুল ইসলাম দুলু : আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রির্পোটার ও সিটিনিউজ বিডি.কম এর নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ারকে কিভাবে অপহরণ করা হয়েছ চমেক হাসপাতালে চিকিসাধীন অবস্থায় আজ সকালে জানিয়েছেন এ প্রতিবেদককে।
বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়ি যাওয়ার জন্য নগরীর আলমাস সিনেমার হলের সামনে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, কিছুক্ষণ পর একটি উবার গাড়ি সামনে এসে দাঁড়ায়। গাড়িতে উঠে নতুন ব্রীজ যেতে বলি। কিছুদুর যাওয়ার পর পথ থেকে এক যুবককে ড্রাইভার গাড়িতে তুলে নেয়। ৫ মিনিট পর সেই ব্যক্তি আমার চোখে পাউডার জাতীয় কিছু একটা লাগিয়ে দিয়ে আমার চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। এরপর প্রায় ৩/৪ ঘণ্টা গাড়ি নিয়ে ঘুরে। কোথায় রেখেছে বুঝতে পারিনি। ধারণা করেছি কোন রেললাইনের ধারে নিয়ে গেছে। আমাকে শারিরীকভাবে খুব নির্যাতন করে। এসময় তারা শুধু বলেছে “আর লিখবে কিনা বল”। অপহরণকারীরা আমাকে বেশ কয়েকটি ট্যাবলেট খাওয়ায়। দুইকানে কটন ঢুকিয়ে দিতো যাতে আমি তাদের কথা শুতে না পাই। আমার শরীর থেকে সেন্ডু গেঞ্জি আর আন্ডারওয়্যার ছাড়া প্যান্ট, শার্ট খুলে ফেলে।
অপহরণের একদিন পর একটু হালকাভাবে শুনেছিলাম, তারা কাকে যেন স্যার সম্ভোধন করে বলেছে, স্যার একে কি ফেলে দেবো নাকি রেখে দেবো। তখন ঐ প্রান্ত থেকে সম্ভবত বলেছিল ফেলার দরকার নেই, রেখে দাও।
অপহরণের পর থেকে প্রতিদিন একটি বন ও এক গ্লাস পানি খেতে দিতো বলে জানান গোলাম সরওয়ার।
তিনি বলেন, গতকাল আমাকে প্রায় তিন চার ঘণ্টা একটি এ্যাম্বুলেন্সে রেখে তারপর রাস্তার পাশে ফেলে দেয়। তখনও জানতাম না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ধাক্কা দিয়ে ফেলে যাওয়ার পর বুঝলাম কুমিরা।
গোলাম সারোয়ার বলেন, আমি জানি না কোন নিউজের জন্য তারা আমাকে অপহরণ করেছে। শুধু তারা বলতো আর নিউজ করবি কিনা বল। আমি সকল সাংবাদিক এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সাংবাদিক গোলাম সারোয়ার বর্তমানে চমেক হাসপাতালের ১৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply