শাহআমানতে যৌন উত্তেজক স্প্রে ও বিপুল সিগারেটসহ বিমানযাত্রী আটক

-জব্দ

চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিমান যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে ২৩০ কার্টন সিগারেট ও ৫০পিস ‘সুপারভিগা’ যৌন উত্তেজক স্প্রে।

ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া আমদানি নিষিদ্ধ এসব ওষুধ বহনের জন্য বিমান যাত্রী মো. রবিউল আলমকে আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৫মিনিটে দুবাই থেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম আসেন মো. রবিউল আলম।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম বলেন, আটক মো. রবিউল আলমের তিনটি লাগেজে স্ক্যানিং করার সময় সন্দেহজনক পণ্য থাকার বিষয়টি নজরে আসে।

পরে তাকে চ্যালেঞ্জ করে তার সাথে থাকা লাগেজ খুলে ২৩০ কার্টন (৪৪ হাজার শলাকা) সিগারেট এবং ৫০ পিস যৌন উত্তেজক সুপারভিগা ৪৫ এমএল স্প্রে পাওয়া যায়।

এ ওষুধের কান্ট্রি অব অরজিন জার্মানি। যা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া আমদানি নিষিদ্ধ।

২৪ঘন্টা/রাজীব..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *