বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া(৭০) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)।
বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটের সময় নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া বোয়ালখালী উপজেলার মধ্যম কধুরখীল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কধুরখীল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদে যোহর নিজ বাড়ির কধুরখীল তৈয়বীয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু, দৈনিক কালের কণ্ঠের শুভ সংঘ, বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দসহ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সংগঠন সমূহ শোক জানিয়েছেন।
২৪ ঘণ্টা/রিহাম/পূজন
Leave a Reply