চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকায় স্বামীর হাতে মারধরের শিকার হয়ে মৃত্যুবরণ করা ইতি বেগম (২৪) হত্যা মামলায় স্বামী সানু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় ঘোষণা করেন। এছাড়া আসামি সানু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানাও করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি সানু মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

পুরো বিচার প্রক্রিয়ায় গুরত্বপূর্ণ এ মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি খন্দকার আরিফুল ইসলাম রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের-১১ (ক) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি সানু মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আালত। সানু মিয়া সদরঘাটের মো. সিরাজ মিয়ার সন্তান।

২০১৭ সালের ১৫ জানুয়ারি নিজ স্ত্রীকে যৌতুকের জন্য মারধর ও নির্যাতন করে হত্যা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সানু মিয়া। এ ঘটনায় হত্যার শিকার ইতি বেগমের বোন বাদী হয়ে সদরঘাট থানায় একটি মামলা করেন।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *