স্বাস্থ্যসেবা প্রচারণায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কাজ করতে চায় ডিজিটাল হেলথ কেয়ার সলিউশানস।
এ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের দপ্তরে আজ দুপুরে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন উপস্থিত ছিলেন।
এতে একটি প্যাকেজের ফ্রি মোবাইল কল ও চ্যাটের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শসহ চিকিৎসাসেবা পাবেন জনসাধারণ। পরামর্শের পাশাপাশি চিকিৎসা প্রত্যাশী ব্যক্তি ও পরিবারের জন্য প্যাকেজের আওতায় মাসিক আড়াই লক্ষ ও করোনা আইসোলেশানে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশ বেনিফিট পাওয়া যাবে।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আম, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা (অতি. দায়িত্ব) হুমায়ন কবির, ডিজিটাল হেলথ কেয়ার সলিউশান চট্টগ্রামের বিজনেস লিডার্স সুলতানা শহীদ, টেরিটোরি ম্যানেজার রাজীব দাস, কর্পোরেট ম্যানেজার তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন ডিজিটাল হেলথ কেয়ার সলিউশান স্বাস্থ্য সেবায় কর্পোরেশনের সাথে কাজ করতে আগ্রহী হওয়ায় তাদের ধন্যবাদ জানান। এসময় প্রশাসক ডিজিটাল হেলথ্ কেয়ারের কর্মকর্তাদের তাদের কার্যক্রমের সাথে কর্পোরেশনকে সহযোগী করতে চাইলে উপানুষ্ঠানিক পত্র প্রেরণ করতে বলেন।
নালা দখলমুক্ত করল চসিকের ভ্রমাম্যাণ আদালত
নগরীর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের পানওয়ালা পাড়া ও চাড়িয়া পাড়ায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সকালে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে অভিযানকালে পানওয়ালা পাড়া ও চাড়িয়া পাড়া সড়কের পাশে নালার জায়গায় গড়ে উঠা ১০টি দোকানের বর্ধিতাংশ উচ্ছেদ করে নালার জায়গা দখলমুক্ত করা হয়।
অভিযনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিত করেন।
চসিক প্রশাসকের সাথে
অভয়মিত্র মহাশশ্মান নেতৃবৃন্দের সাক্ষাত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজনকে অভয়মিত্র মহাশশ্মানের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করতে আজ বৃহস্পতিবার বিকেলে তাঁর টাইগারপাসস্থ দপ্তরে সাক্ষাত করতে যান মহাশশ্মান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
এই সময় শশ্মান পরিচালনা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর জহর লাল হাজারীর নেতৃত্বে স্বাক্ষাতকারীদের দলে শশ্মানের উন্নয়ন কাজে সহায়তাকারী দাতা সদস্য অনিতা চৌধুরী, বাংলাদেশ গীতা শিখা কমিটির কেন্দ্রীয় সধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, সমাজসেবী ভক্তি রাণী দাশ উপস্থিত ছিলেন।
শশ্মান কমিটি প্রশাসককে শশ্মানের চলমান কাজের সুবিধার্থে পুরনো বৈদ্যুতিক সংযোগ লাইনের কাজের সংস্কার প্রয়োজন বলে জানালে, তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) বাবু ঝুলন কুমার দাশকে নির্দেশ দেন।
প্রশাসক সুজন শশ্মানের কাজের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আগামী ৬ মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদদাতা
স্বাক্ষরিত
(কালাম চৌধুরী)
জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
মোবাইল-০১৮২৪-৪৭৭৬৯৩
Leave a Reply