চট্টগ্রাম মেডিকেল গেইটে ২ প্রতারক আটক

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে আসা স্বজনদের বোকা বানিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ প্রতারককে আটক করেছে চমেক পুলিশ ফাঁড়ি।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) মেডিকেল কলেজের মেইন গেইট থেকে দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নগরীর বাকলিয়া থানা মিয়া খান নগর বাদামতলী আমবিয়ার বাপের বাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শফিউল আজিম (৩৮) ও রাঙ্গুনিয়া উপজেলার মলারহাট ৯ নং ওয়ার্ড পেয়ার আহমদ পাড়ার হাবিবুর রহমানের ছেলে মো. ইউনুস (৫৮)।

আটকের তথ্যটি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া। তিনি বলেন, আটককৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে রোগীর স্বজনদের সরলমনার সুযোগ নিয়ে নানা কৌশলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

তারা স্বর্ণ বিক্রির কথা বলে প্রথমে রোগীর স্বজনদের সাথে পরিচিত হয়। কিছুক্ষণ পরে বিচিত্র ধরনের পাথর দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে এলাকা ত্যাগ করে।

বৃহস্পতিবার এরকম এক ভুক্তভোগীর অভিযোগ পেয়ে এ চক্রের দুই সদস্যকে আটক করতে সক্ষম হই। দুই প্রতারকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *