বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই ভারত সফরে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। তাই এই সফরে নিয়মিত অধিনায়ক সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদকে এবং টেস্টে মুমিনুল হক।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঘোষিত টি-টোয়েন্টি দলে নতুন করে যুক্ত হয়েছেন তাইজুল ইসলাম, আবু হায়দার রনি এবং মোহাম্মদ মিঠুন।
এর আগে ইনজুরির কারণে বাদ পড়েন মোহাম্মদ সাইফুদ্দিন। স্ত্রী সন্তানসম্ভাবা হওয়ায় নিজেকে সরিয়ে নেন তামিম।
এছাড়া আইসিসির নিষেধাজ্ঞায় পড়ায় ছিটকে যান সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
ভারতের বিপক্ষে টি-২০ স্কোয়াড:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু হায়দার রনি এবং তাইজুল ইসলাম।
Leave a Reply