ডেস্ক নিউজ : মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি নেয়ার মামলায় রংপুরে ছয় পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন আবেদন জানালে বিচারক মো. শওকত আলী তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
রংপুর আদালতের মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর নাজমুল কাদির জানান, পুলিশের চাকরি হওয়ার পর মুক্তিযোদ্ধার সনদ যাচাই করে সন্দেহ হলে ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০১৯ সালে কোতোয়ালী থানায় দুটি পৃথক মামলা করে পুলিশ।
আসামি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানিয়েছেন এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি নেয়ার অভিযোগ আনা হয়েছে। এতদিন সবা জামিনে ছিলেন।
বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই পুলিশ সদস্যরা হলেন- রংপুরের তারাগঞ্জের নেকিরহাটের নছির উদ্দিনের ছেলে কনস্টেবল মনোয়ার হোসেন (২৬), একই উপজেলা খারুয়াবা ভেটুপাড়ার আশিকুর রহমানের ছেলে মাহবুব আলম ওরফে মিনারুল (২৪), সদর থানার মমিনপুরের মহিষপুরের মোস্তাফিজার রহমান (২৩), পীরগঞ্জের শানেরহাটের প্রথম ডাঙ্গার খলিলুরের রহমানের ছেলে নুরন্নবী মিয়া (২৩) এবং সদরের মমিনপুরের খারুয়া বাধার আজহারুল ইসলামের ছেলে শফিউজ্জামান বিপ্লব (২৬) ও সদরের পালিচড়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব আলম।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply