চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে আসা আসামিকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মেহেদীবাগ এলাকার লিমনের বাসা থেকে লিমনকে গ্রেফতার করে সিএমপির উত্তর গোয়েন্দা বিভাগ।
পুলিশ জানিয়েছে আদালত প্রাঙ্গণে মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি মোক্তারকে মারধরের ঘটনায় লিমনের সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি চট্টগ্রাম রেলওয়ে, সিআরবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নগরীর কয়েকটি কলেজকেন্দ্রিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে লিমনের দেওয়া তথ্য মতে মধ্যরাতে সিআরবি এলাকায় অভিযান চালিয়ে সজল দাশ নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র উদ্ধার করে।
ছাত্রলীগের সাবেক নেতা সাইফুল আলম লিমনকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার আলী হোসাইন।
তিনি বলেন, আদালত প্রাঙ্গণে সুদীপ্ত হত্যা মামলার আসামি মোক্তারকে মারধরের মামলা তদন্ত করতে গিয়ে লিমনের সম্পৃক্ততা পাওয়া যায়। এ মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমনকে গ্রেফতার দেখানো হয়।
তাছাড়া লিমনের দেওয়া তথ্যমতে অস্ত্রসহ তার সহযোগী সজল দাশ গ্রেফতারে দুজনের বিরুদ্ধে নতুন করে অস্ত্র মামলা দায়ের করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার আলী হোসাইন।
উল্লেখ্য : ২০১৩ সালের ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের (সিআরবি) সামনে রেলের টেন্ডার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় যুবলীগের কর্মী সাজু পালিত (২৮) ও শিশু আরমান (৮) মারা যায়। এ ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এতে প্রধান আসামি লিমন।
জোড়া খুনের মামলায় ২০১৮ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া অভিযোগপত্রে আসামির তালিকায় লিমনের নাম আসে দুই নম্বরে। গত ২১ জানুয়ারি রাতে মামলাটির ১ নং ও প্রধান আসামি অজিত বিশ্বাসও গ্রেফতার হয়। ওই মামলায় লিমন গ্রেফতার হলেও পরে জামিন পান।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply