মাইটভাঙ্গা আ’লীগের নেতৃত্বে সাইফুলকে দেখতে চায় তৃণমূল

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে তৃণমূলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দলের নিবেদিত প্রাণ সাইফুল ইসলাম।

সাইফুল আওয়ামী পরিবারের সন্তান। তার পূর্বপুরুষরাও আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

তিনি ১৯৯৫ সালে সাউথ সন্দ্বীপ হাই স্কুল শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আনুষ্ঠানিক ভাবে রাজনীতির যাত্রা শুরু করেন। উক্ত পদে তিনি ১৯৯৮ সাল পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এরপর, ১৯৯৮-২০০১ চেতনায় বঙ্গবন্ধু শিবের হাটের সাংগঠনিক সম্পাদক, ২০০৩-২০০৮ সরকারি হাজি এ.বি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ২০০৪-২০০৯ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য এবং মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে মাইটভাঙ্গা ইউনিয়নের সর্বসাধারণের আশা দলীয় কাউন্সিল নিবার্চনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সাইফুল ইসলাম অত্র ইউনিয়ন আওয়ামীগের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবেন।

এলকাবাসীর চাওয়া সাইফুলদের মত সংগঠকরা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলে এলাকা,দল এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখতে পারবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *