চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪ ইয়াবাকারবারিকে আটক করেছে র্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৯শ ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ শনিবার (৭ নভেম্বর) সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়। এসব অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি মিনি ট্রাক ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, গতকাল সকাল সাড়ে ৯টার সময় সীতাকুন্ড উত্তর বাঁশবাড়িয়া কানন গোমস্তার জামে মসজিদের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে দুটি মোটরসাইকেলকে থামানোর নির্দেশ দেন।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কক্সবাজারের লারপাড়ার শহর মুল্লুকের ছেলে মো. ইসমাইল (২৩) ও চকরিয়া পাহাড়িয়াপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম রাহাত (২৪)কে আটক করে র্যাব সদস্যরা।
পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল দুটির সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১১ হাজার ৬শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করে দুজনকে আটক দেখায় র্যাব।
একই দিন পৃথক আরো একটি ইয়াবার চালান জব্দ করে র্যাব-৭। শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ খানহাট এলাকার ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স সামনে একটি মিনি ট্রাক ধাওয়া করে আটক করে র্যাবের আভিযানিক টিম।
এ অভিযানে ১৯ হাজার ৩শ ৫ পিস ইয়াবা উদ্ধার হয়। এসময় মো. ফারুক (২৯) ও মো. সেলিম (২৪) নামে দুই ইয়াবা কারবারিকে আটক করে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে র্যাব।
পৃথক দুটি অভিযানে ৪ ইয়াবা কারবারি আটকের তথ্যটি নিশ্চিত করে র্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, দুটি অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ আটক ইয়াবা কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply