রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”।
শনিবার সকালে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লা আল মাহমুদ ভুঁইয়া, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা কো-অপারেটিভ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টাজমির উদ্দিন পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান, এ্যাডভোকেট শফিউল আজম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান। অনুষ্ঠানে শ্রেষ্ঠ উদ্যোক্তা সমবায়ীর পুরষ্কার লাভ করেন উপজেলা কো-অপারেটিভ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জমির উদ্দিন পারভেজ।
এছাড়া সমবায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ দি বুড্ডিষ্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সভাপতি শাসনরক্ষিত ভিক্ষু, গুজরা অটোরিক্সা চালক সমবায় সমিতি লিঃ, দি বাগোয়ান কোয়েপাড়া কো-অপারেটিভ সোসাইটি, মুন্সিরঘাটা হযরত শাহ লতিফ অটোরিক্সা চালক সমবায় সমিতির সম্পাদক মুবিন উদ্দিন, অদুদিয়া সড়ক অটোরিক্সা ও অটোটেম্পো চালক সমবায় সমিতির সভাপতি হারুনুর রশিদকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
২৪ ঘণ্টা/রিহাম/নেজাম
Leave a Reply