এমসিসি থেকে পদত্যাগ করেছেন সাকিব

ক্রিকেট বিশ্বের আইকনিক ব্যক্তিদের মেলর্বোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে থাকে।

২০১৭ সাল থেকে (ইতিহাসের একমাত্র বাংলাদেশি হিসেবে) এই কমিটির গর্বিত একজন সদস্য ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তিনি সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

বলা বাহুল্য, সাকিবের পদত্যাগের কারণ সম্প্রতি পাওয়া দুই বছরের নিষেধাজ্ঞা। বাজিকরের যোগাযোগের চেষ্টার বিষয়টি চেপে গিয়ে সাকিব পেয়েছেন শাস্তি। আপাতদৃষ্টিতে সাকিবের ভুলকে শাস্তির মত যথেষ্ট মনে না হলেও সাজা পেতে হয়েছে আইসিসির আইন অনুযায়ী। সামান্য ভুলে সাকিব নিজেও অনুতপ্ত।

আর তাই তিনি এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন।

সাকিবের পদত্যাগের খবর জানিয়ে এক বিজ্ঞপ্তিতে এমসিসি কর্তৃপক্ষ জানায়, ‘মেরিলিবোন ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে, এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সাথে সাকিব সংশ্লিষ্টতা ছিন্ন করে পদত্যাগ করেছেন।’

ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সাবেক ইংলিশ কিংবদন্তী মাইক গেটিং বলেন, ‘সাকিবকে কমিটি থেকে হারিয়ে আমরা ব্যথিত। গত কয়েক বছরে সে এখানে অনেক অবদান রেখেছে। ক্রিকেটীয় চেতনার অভিভাবক হিসেবে আমরা তার পদত্যাগকে সমর্থন করি এবং বিশ্বাস করি- সে সঠিক সিদ্ধান্তটিই নিয়েছে।’

১৭৮৭ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি প্রতিষ্ঠিত হয়। প্রাচীন এই ক্লাবের অধীনেই রয়েছে ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিকানা। প্রতিষ্ঠার এক বছর পর, ১৭৮৮ সালে ক্রিকেটের আইন প্রণয়নের দায়িত্ব নেয় এমসিসি। এর পর থেকে আজ অবধি ক্রিকেট সংক্রান্ত সকল আইন-কানুন প্রণয়ন করে থাকে এই কমিটিই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *