মাদক বিক্রির কোটি টাকা মিলল রোহিঙ্গা দম্পতির ঘরে, ইয়াবা উদ্ধার

রোহিঙ্গা দম্পতি আটক

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ কোটি ১৭ লাখ এক হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।

গতকাল রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় তাদের আটক করা হলেও আজ সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমের কাছে প্রকাশ করে র‌্যাব।

আটক রোহিঙ্গা দম্পতি হলেন স্বামী মো. শওকত ইসলাম (৩২) ও স্ত্রী মোরজিনা (২৮)। ইয়াবা ও নগদ টাকাসহ রোহিঙ্গা দম্পতি আটকের তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

তিনি বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় কয়েকজন মাদক ব্যবসায়ি ইয়াবা বিকিকিনির জন্য অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় র‌্যাবের আভিযানিক টিম। এসময় ৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই দম্পতি তাদের হেফাজতে থাকা মাদক বিক্রির নগদ টাকা ঘরের জানালা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে টাকা গুলো উদ্ধার করে গণনা করা হলে সেখানে এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫শ টাকা পাওয়া যায়।

আটক দুজনই মায়ানমারের নাগরিক জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, স্বামী-স্ত্রী দুজনে মিলে দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে বিক্রি করে আসছিল।

আটক দুজনের বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানায় নিষিদ্ধ মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *