চসিক প্রশাসকের নির্দেশে ক্ষতিগ্রস্ত সড়কে প্যাচওয়ার্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের নির্দেশে নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ শুরু করেছে কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। নয় ভাগে বিভক্ত হয়ে ভেঙে যাওয়া সড়কসমূহের গর্ত ভরাট ও প্যাচওয়ার্ক করে যান চলাচলের উপযোগী করতে

আজ সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে কাজ শুরু করেছে কর্পোরেশনের প্রকৌশল বিভাগ।

নগরীর যেসব স্থানে প্যাচওয়ার্কের কাজ শুরু হয়েছে সেসব স্থান হলো: মেহেদীবাগ গোলপাহাড় মোড় হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ মোড়, চকবাজার গুলজার টাওয়ার মোড় থেকে চট্টগ্রাম কলেজ গেট মোড়, ফিরিঙ্গীবাজার কবি নজরুল ইসলাম রোডের ওয়ার্ড অফিস সংলগ্ন এলাকা, মোহরা দেওয়ান মহসিন রোড, সল্ট ক্রসিংয়ের ভিতরের এলাকা, হালিশহর আনন্দবাজার রোডের চৌচালা মোড়, হালিশহর বিজিবি’র ভিতরের এলাকা। এসব এলাকার কাজ শেষ হতে আনুমানিক ১৫ দিন লাগবে।

কর্পোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ের বৃষ্টির কারণে নগরীর বিস্তীর্ণ এলাকার বেশকিছু সড়ক ভেঙে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এছাড়াও সরকারের চলমান মেগা প্রকল্পের কারণে চউক, চট্টগ্রাম ওয়াসাও খোঁড়াখুঁড়ি করায় সড়কগুলোতে যান ও জনচলাচলের ক্ষেত্রে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন ধারাবাহিক কর্মসূচি ক্যারাভান এর মাধ্যমে নগরীর অলিগলির যাবতীয় সমস্যা সরেজমিন অবলোকন করে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন। তারই আলোকে নগরীর ক্ষতিগ্রস্ত সড়কগুলোর প্যাচওয়ার্কের মাধ্যমে মেরামত কাজ শুরু হয়েছে। এতে নগরবাসীর দুর্ভোগ কিছুটা হলেও কমবে বলে আশা করেন প্রশাসক।

নগরীর বিভিন্ন সড়কে কার্পেটিংয়ের পাশাপশি প্যাচওয়ার্ক কার্যক্রম অব্যাহত থাকবে। নগরবাসীর ভোগান্তি লাঘবই হচ্ছে চসিক প্রশাসকের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *