প্রধানমন্ত্রীকে হুমকি: গিয়াস কাদেরের ৩ বছরের কারাদণ্ড

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। অনাদায়ে আরো ৩ মাসের জেলের আদেশ দেয়া হয় রায়ে। আজ বুধবার দুপুর ১২টায় চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মহুরীর দায়ের করা মামলায় এ রায় দেন আদালত।

মামলার বাদী পক্ষের আইনজীবি জেলার অতিরিক্ত পিপি সমির দাশগুপ্ত তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৮ অক্টোবর চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটিতে (সিআর মামলা-১৪৪/১৮, ফটিকছড়ি) সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।

পরে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে বিচারক। আজ রায় ঘোষণায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায়ে বাদী পক্ষ সন্তুষ্ট বলে জানান তিনি।

এর আগে গত ৩০ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ এনে ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়। নাজিম উদ্দিন মহুরীর দায়ের করা এ মামলায় বিএনপি তো গিয়াস কাদের ছাড়াও অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য- ২০১৮ সালে ২৯ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভায় বক্তব্য দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।

আপনার বাবার মৃত্যুর পর যেমন ইন্নালিল্লাহ্ পড়ার লোক ছিল না, আপনার পরিণতি তার চেয়েও খারাপ হবে। আপনাকে বাবার চেয়েও নির্মমভাবে মৃত্যুবরণ করতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *