চরণদ্বীপ দরবারের শাহজাদা শাহসূফী বদরুল উলা ফারুকী’র ইন্তেকাল

চরণদ্বীপ দরবারের শাহজাদা শাহসূফী

চট্টগ্রাম ডেস্ক : বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবারের শাহজাদা শাহসূফী বদরুল উলা ফারুকী (৬০) প্রকাশ সাজু বাবা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

বুধবার (১১ নভেম্বর) বুধবার সকাল সাড়ে ৫ টার সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির (ক.) প্রথম ও প্রধান খলিফা কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপির (ক.) নাতি এবং গাউসে জমান হযরত মাওলানা শাহসূফী শেখ আহমদ খায়রুল বশর ফারুকীর (র.) ছোট সাহেবজাদা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ২মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চরণদ্বীপে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *