চট্টগ্রামে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, নতুন আরো একজনের মৃত্যু

চট্টগ্রামে করোনা

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রায় প্রতিদিন বিরতিহীনভাবে তালিকা বৃদ্ধি পাচ্ছে শনাক্তের খাতায়।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১০৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এসময়ে মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানায় চট্টগ্রাম সিভিল সার্জন।

বুধবার (১১ নভেম্বর) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৯২১টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭ জন। আক্রান্তদের মধ্যে নগরের ৮৮ জন এবং উপজেলায় ১৯ জন।

এ নিয়ে মোট আক্রান্তেে সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ১১৫ জন। অন্যদিকে এসময়ের মধ্যে নতুন একজনসহ জেলায় মোট ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরের ২১৫ এবং উপজেলায় ৯৪ জন।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *