হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন সাবেক মেয়র আ জ ম নাছির

সাবেক মেয়র আ জ ম নাছির শঙ্কামুক্ত

চট্টগ্রাম ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধিন থাকা চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের শারিরীক অবস্থা এখন আগের চেয়েও ভাল। চিকিৎসকরাও জানিয়েছে তিনি এখন শঙ্কামুক্ত।

চিকিৎসকদের এমন আশ্বাস পেয়ে হাসপাতাল ছেড়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। হাসপাতালে ভর্তির আটদিন পর আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে তিনি হাসপাতাল ছেড়ে নিজের বাসায় ফিরে গেছেন।

আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ এ তথ্যটি নিশ্চিত করেছেন। এ বিষয়ে পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রেজাউল করিম জানিয়েছেন সাবেক মেয়র আ জ ম নাছির এখন আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন। বাসায় থেকে কিছুদিন রেস্ট নিলে পুরোপুরি শঙ্কামুক্ত হয়ে যাবেন আশা করছেন তিনি।

এর আগে শরীরে সামান্য জ্বর অনুভব ও এক সপ্তাহ ধরে কমার কোন লক্ষণ না দেখা যাওয়ায় গত (৩ নভেম্বর) সকালে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

ভর্তি হওয়ার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে তার নমুনা পাঠানো হলে সন্ধ্যায় তার করেনা পজেটিভ রিপোর্ট আসে। তাছাড়া একই দিন সিটি স্ক্যান রিপোর্টে তাঁর ফুসফুসেও ১০ শতাংশ ইনফেকশন ধরা পড়ে।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *