বগুড়ায় খসরু-নূর হোসেনের আত্মত্যাগের আর্দশ অনুসরণ করে উন্নত দেশ গঠনে ভূমিকা রাখতে হবে

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সংগঠনের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সদস্য সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে এবং মহানগর যুবলীগের সদস্য নঈম উদ্দিন খান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, সাবেক ছাএনেতা দিদারুল আলম দিদার,সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, দিদারুল আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য খোরশেদ আলম, রহমান, তানভীর আহমেদ রিংকু,সাবেক ছাএনেতা এড; মাহবুবুর রহমান, জসিম উদ্দিন মিথুন, সাবেক ছাএনেতা মীর আবদুর রহমান মামুন, গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য জাবেদুল আলম সুমন,সাখাওয়াত হোসেন সাকু,সাবেক ছাএনেতা তাজউদ্দিন রিজভী, মোঃ সাইফুদ্দিন, জালাল আহমেদ দুলাল, ফারুক চৌধুরী, মাসুদ আকবরী,ফজলে হাসান,এস,এম,নাছির, পিয়ার মোঃ পিয়ারু,আবদুল্লাহ আল মামুন,ফরমান উল্লাহ অপু,আবুল হাশেম কাজল,মোঃ কায়সার,ইশতেহার পারভেজ, সাহেদ হোসেন টিটু,জাহাঙ্গীর আলম,সুমন চৌধুরী, মনজুরুল ইসলাম, কামরুজ্জামান, আজিজ উদ্দিন, তাজ উদ্দিন, মোঃ আলমগীর টিপু সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনায়তনে যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বঙ্গবন্ধুর আর্দশের আদলে অসাম্প্রদায়িক, গনতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এ সংগঠন। গত চার দশকের বেশি সনয় ধরে দীর্ঘ লড়াই সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিনত হয়েছে।

বক্তরা আরো বলেন, শহীদ মৌলভী সৈয়দ,বগুড়ার খসরু,নূর হোসেনের আত্মত্যাগের আর্দশ অনুসরণ করে উন্নত দেশ গঠনে ভূমিকা পালন করার আহবান জানান।

আলোচনা সভা শেষেকেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়, পরিশেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশ প্রতিকীরুপে চারা রোপণ ও বিতরণ করা হয়।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *