রূপকল্প ২০৪১ বাস্তবায়নে শিক্ষিত ও প্রশিক্ষিত যুবলীগের তরুণদের এগিয়ে আসতে হবে: টিপু সুলতান

বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী ও আলোচনা সভার আয়োজন করেছে কর্ণফুলী উপজেলা যুবলীগ।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় কর্ণফুলী যুবলীগের উদ্যোগে উপজেলার চরলক্ষ্যাস্থ এইচ টি কমিনিউটি সেন্টার আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা যুবলীগ সভাপতি
সোলায়মান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী।

যুবলীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ‘৭১ পরবর্তী সময়ে যুবকেরা যাতে বিপদগামী না হয়, সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনি যুবলীগ গঠন করেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে শিক্ষিত ও প্রশিক্ষিত যুবলীগের তরুণদের এগিয়ে আসতে হবে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি দিদারুল আলম চেয়ারম্যান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল মান্নান, দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু, সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, সহ-প্রচার সাইফুল হাসান টিটু, সহ তথ্য ও গবেষণা আবিদ হোসেন, কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ, জি এম আনু মিয়া, মোঃ সেলিম, কর্ণফুলী উপজেলা যুবলীগের
যুগ্ম সম্পাদক তারেক হাসান জুয়েল, সিরাজুল ইসলাম হৃদয়, সেকান্দার রানা, দেবরাজ রতন, আলাউদ্দিন মিয়া, আলাউদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা মাহবুব, মোঃ ইকবাল।

এছাড়াও কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতা আলমগীর খসরু, রাশেদ রানা, আনোয়ার সাদাত মোবারক, রেজাউল করিম, মুহাম্মদ মহিউদ্দীন রানা,জাবেদ উদ্দিন চৌধুরী, ওমর ফারুক বিজয়, লোকমান হাকিম, এয়াছিন আরাফাত, মোঃ ফয়সাল, মোঃ বাদশা, মোঃ খোকন, মোঃ মুছা, জাহাঙ্গীর আলম জয়, সেকান্দার মির্জা, মোঃ আরিফ, জে এ নবীন, জাহাঙ্গীর আলম জাবেদ, জানে আলম দোভাষ, মোঃ আলম, মোঃ হারুন, পেয়ার আহমদ, সেলিম উদ্দিন সানি, আবদুল মালেক রানা, ওয়াহিদ আদনান মুন্না, মোক্তার হোসেন হিরু, ইয়াসিন আরাফাত, আবদুল্লাহ আল মামুন, সালাউদ্দীন সাদ্দাম, নুরুল হক চৌধুরী, মুহাম্মদ সালাুদ্দিন, মোরশেদুর রহমান পাপ্পু,জেলা ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ নাঈম, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুদ্দিন, মোঃ মহসিন, আবদুল্লাহ আল নোমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *