চট্টগ্রামের হাটহাজারী থানার পূর্ব নন্দীরহাট উত্তর ফতেয়াবাদ ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের চৌকিদার বাবুল দে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাদী হয়ে হাটহাজারী থানায় হেলাল উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১১ তারিখ ৮ নভেম্বর।ধারা-২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন ২৫/২৮/৩১।
মামলার এজাহারে জানা যায়, কিছুদিন আগে হেলাল উদ্দিন তার নিজের ফেইসবুক আই ডি থেকে ‘‘২০০ বছরের পুরাতন শশ্মানের উপর মসজিদ নির্মাণ করছে মুসলিমরা’’ শীর্ষক একটি ষ্ট্যাটাস দেয়। কিন্তু সে সুনির্দিষ্ট কোন জায়গার নাম, দাগ, কিছুই উল্লেখ করে নাই।
তাই, হেলাল উদ্দিনের দেয়া এই ধরণের ফেইসবুক ষ্ট্যাটাসের কারণে শান্তিপূর্ণভাবে বসবাসকারী হিন্দু-মুসলিমদের মাঝে বিরোধ সৃষ্টি করে এলাকার জনগণকে উস্কানি দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করা সহ রাষ্ট্রকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার সামিল বলে উল্লেখ করা হয়।সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরণের উস্কানিমূলক গুজব ছড়ানোর দায়ে হেলাল উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানানো হয়।
এদিকে, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ফেইসবুকে মিথ্যে অপপ্রচার চালানো গুজবকারী মোহাম্মদ হেলাল উদ্দিনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন সচেতন শান্তিপ্রিয় এলাকাবাসী।