ফুডপ্যান্ডা এখন খাগড়াছড়ি সদরে

এখন থেকে পর্যটন খ্যাত জেলা খাগড়াছড়িবাসীর পছন্দের রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে দেশের জনপ্রিয় অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) খাগড়াছড়ি সদরে যাত্রা শুরু করেছে ফুডপ্যান্ডা।

খাগড়াছড়ি জেলায় দর্শনীয় স্থানের মধ্যে আলুটিলা পাহাড়, নুনছড়ি মৌজার দেবতা পুকুর, রিছাং ঝর্ণা, রামগড় লেক, পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের খামার, শান্তিপুর অরণ্য কুটির, দীঘিনালা সংরক্ষিত বনাঞ্চল, ভগবান টিলা ও লক্ষীছড়ি জলপ্রপাত অন্যতম। এছাড়া, জনপ্রিয় হয়ে উঠেছে নানা পদের পাহাড়ি খাবার। পার্বত্য জেলা খাগড়াছড়ির সমতল শহরের ঘরোয়া নানা রেস্টুরেন্টে এসব খাবার পরিবেশন করে থাকে।

খাগড়াছড়ি যাত্রা শুরু প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশ- এর সিইও আম্বারিন রেজা বলেন, “যুগের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের চাহিদার বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে ফুডপ্যান্ডা এখন পর্যটন খ্যাত জেলা খাগড়াছড়িতে। এখন থেকে খাগড়াছড়ি শহরের মানুষ ও ওই এলাকার ট্যুরিস্টদের পছন্দের সব রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে ফুডপ্যান্ডা।”

তিনি আরও বলেন, ‘‘আমাদের এই সেবাটি পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে শুধু ভোজনরসিকদের ভোজনকে আরাম ও উপভোগ্যই করে তুলছে না একই সাথে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি করছে।”

বাংলাদেশের সর্ববৃহৎ ফুড ডেলিভারি অ্যাপ ফুডপ্যান্ডা মূলত ভোজনরসিকদের ভোজনকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে গ্রাহকের পছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দেয়। বর্তমানে ফুডপ্যান্ডা’র রাইডাররা বাংলাদেশের ৫৫টি শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও বিভিন্ন রেস্টুরেন্টের খাবার সরবরাহ করছে।

ফুডপ্যান্ডা অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.facebook.com/foodpandaBangladesh

২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *