করোনার দ্বিতীয় ঢেউ: নমুনা সংগ্রহের বুথ নিয়ে আসছে চরপাথরঘাটা সামাজিক সংগঠন

করোনা সেবায় কর্ণফুলীর আলোচিত স্বাস্থ্যসেবার কেন্দ্রস্থল চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদ এবার করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে নতুন মোড়লে আসছেন।

শীতকালে সরকারের সিদ্ধান্ত মোতাবেক কাজ করবেন সমন্বয় পরিষদ। জনসচেতনতা সৃষ্টিতে জনগণের মাঝে মাস্ক ও প্রচারপত্র বিতরণসহ করোনার টেষ্টে বুথ বসানোর সিদ্ধান্ত নিয়েছেন।

১৩ নভেম্বর (শুক্রবার) বিকেলে চরপাথরঘাটায় সংগঠনের আহ্বায়ক লায়ন আলহাজ্ব হাকিম আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেল যুগ্ম আহ্বায়ক এম মারুফ, মনির আহমদ মার্শাল, সদস্য সচিব মুহাম্মদ সেলিম হক, যুগ্ম সচিব ফরিদ জুয়েল, অর্থ কমিটির সচিব সেলিম খান, ইছানগর স্বাস্থ্যবিভাগের সমন্বয়ক আলী হায়দার, খোয়াজনগরের মহিউদ্দিন মন্জু, কমিটির সদস্য ছাবের আহমদ, এম এন আক্তারসহ প্রমুখ।

সভায় বিগত দিনের নানা কর্মসূচির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও চরপাথরঘাটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের সেবার জন্য কিছু সুরক্ষাসামগ্রী বিতরণের পদক্ষেপ নেওয়া হবে সকলে একমত পোষণ করেন।

২৪ ঘণ্টা/রিহাম/জাহেদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *