‘রাউজান পৌরবাসীর প্রত্যাশা পূরণে জমির উদ্দিন পারভেজের বিকল্প নেই’

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, আসন্ন পৌরসভার নির্বাচনে রাউজানে পৌরবাসীর প্রত্যাশা পূরণে জমির উদ্দিন পারভেজের বিকল্প নেই।

১৩ নভেম্বর শুক্রবার রাতে উপজেলা সদরের জলিল নগরস্থ মত বিনিময় সভায় স্থানীয় পৌর কাউন্সিলর দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক তপন দে’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বপন দাশ গুপ্ত, আলহাজ্ব শাহাজান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি জানে আলম জামাল, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেল, পৌর কাউন্সিলর আজাদ হোসেন, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, লিয়াকত হাসান কায়সার, যুবলীগ নেতা আলমগীর আলী, জিয়াউল হক রোকন, মঈনুদ্দিন চৌধুরী হিমেল, আবু ছালেক, ওয়াহেদ বাবলু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, এমরান হোসেন জীবন, ডাক্তার ফরহাদ হাসান, ব্যবসায়ী আবদুল মালেক সিদ্দীক, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, প্রবীণ শিক্ষক রাখাল চন্দ্র দে, সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ কামাল উদ্দিন, অলক দাশ গুপ্ত, শিক্ষক জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা বেলাল উদ্দিন সিফাত, যুবলীগ নেতা আবদুল আওয়াল সুজন প্রমূখ।

২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *